“আসসালামু আলাইকুম”
আশাকরি ট্রিকলোডের ভিজিটররা সুস্থ আছেন।আর ট্রিকলোডের সাথে থাকলে তো সুস্থ থাকারই কথা।
“যাই হোক এবার কাজের কথায় আসি”
আজ আমি আপনাদের সামনে এমন একটি ফোনের রিভিউ নিয়ে এসেছি যা আপনার সাধ্যের মধ্যে সেরা। এই মোবাইলটি আমি নিজেও ব্যবহার করছি। বলতে গেলে কম বাজেটের সেরা স্মার্টফোন। ২ জিবি র্যাম আর ১৬ জিবি রম নিয়ে ফোনটি ঝাক্কাস। সাথে 4G LTE ফিচার।
দাম আগে বলে নিই : বাজারে ৭ হাজারে এই ফোনটি পাবেন।
Brand : TCL
( TCL বর্তমানে Alcatel এর সাথে যৌথভাবে কাজ করছেন। TCL আমাদের জানা অনেক আগের ব্রান্ড যারা তাদের টিভি, ফ্যানের মাধ্যমে অনেক সুনাম কুড়িয়েছেন। আর এন্ড্রয়েডেও দিয়েছেন অরেকটি চমক।)
Model : 560 (5056u)
Ram : ২ জিবি
Rom : ১৬ জিবি (৩২জিবি পর্যন্ত Expandable)
Display : HD IPS, ৫.৫ ইঞ্চি, ১২৮০*৭২০ পিক্সেল ( কমদামে অন্য কোন ফোনে এতবড় Display পাবেন না)
Camera : পিছনে > ৮ মেগাপিক্সেল + ফ্লাশ 2.0
সামনে > ৫ মেগাপিক্সেল + ফ্লাশ 2.0
Battery : 2500 mah (Non Removable)
Operating System : 6.0.1 (Marshmallow)
Connectivity : 4G LTE
.
বক্সে পাবেন : ২টি ব্যাকপার্ট + ইয়ারফোন + চার্জার + ইউজার ম্যানুয়াল + ১ বছরের ওয়ারেন্টি
.
চমক : হ্যা, এতে দেওয়া হয়েছে Eye Verification Technology। অর্থাৎ চোখের আইরিশ দিয়ে ফোন আনলক করতে পারবেন। Smart Lock এ ফেস আনলক অপশনও পাবেন যা অসাধারণ।
.
এবার পার্সোনাল রিভিউ দিই। আমি এই ফোনটি ২ মাস ব্যবহার করছি। প্রথম ভার্শনে এটি এন্ড্রয়েড ৬.০ ছিল। তখন xml ফাইলে একটা সমস্যা ছিল। কিন্তু আপডেটের পর এখন পারফেক্ট। বড় গেম আরামসে চলে। এক চার্জে সারাদিন চালাইতে পারবেন। দু-পাশে ফ্লাশ থাকায় রাতে সেলফিতে আলোর কমতি থাকবেনা। ফ্লাশ ভার্শন ২.০ যা গুগল নেক্সাসে আছে। ব্যাককভার দুটো, একটি ব্লাক + আরেকটি গোল্ড। ফোনটি 4G থাকায় গ্রামিণফোন 4g আরামসে আসে।
এখন একনজরে আপনারাই বলুন ৭০০০ টাকায়, ২ জিবি র্যাম + ১৬ জিবি রম + 4G + ৫.৫ ইঞ্চি + দুটো ব্যাককভার + Eye Verify সিকিউরিটি….এসব কোন ফোনে পাবেন?
তাই যাদের বাজেট ৭ এর কাছাকাছি তাঁদেরকে আমি এই ফোনটি কেনার জন্য সাজেস্ট করবো।
আজকের মত এই পর্যন্ত।ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকলোডের সাথে থাকুন। “আল্লাহ হাফেজ”
The post বাজেটের সেরা 4G স্মার্টফোন রিভিউ সাথে পার্সোনাল এক্সপেরিয়েন্স TCL 560 appeared first on TrickLoad.Com.
No comments:
Post a Comment