Search Bar

LightBlog

Friday, March 30, 2018

কেয়ামতের_বেশ_ কিছু_লক্ষণ_বা_আ লামত [ নিজে পড়ুন এবং ভাবুন-বন্ধুবর্গের জন্যে শেয়ার করুন ]

(১) নারীদের সংখ্যা বেশি হবে।
(২) পুরুষের পাশাপাশি নারীরা ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করবে।
(৩) দ্বীনি জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে।
(৪) পথভ্রষ্ট আলেম মানুষদেরকে গোমরাহ বানাবে।
(৫) নীচু শ্রেণীর ফালতু টাইপের লোকেরা মুসলমানদের গুরুত্বপূর্ণ
বিষয়ে কর্তৃত্ব করবে বা কথা বলবে।
(৬) অস্বাভাবিক মৃত্যু বেড়ে যাবে।
(৭) জিনা বেড়ে যাবে, মানুষ প্রকাশ্যে যিনা করবে।
(৮) অবৈধ সন্তান বেশি হবে।
(৯) ঘন ঘন ভূমিকম্প হবে।
(১০) মানুষ অল্প বয়ষ্ক, অযোগ্য লোকদের কাছ থেকে দ্বীন শিখবে।
(১১) আরব মরুভূমিতে আবার সমুদ্র বা নদী ও চাষাবাদ ফিরে আসবে।
(১২) অন্যায়ভাবে রক্তপাত ও মানুষ হত্যা বেড়ে যাবে।
(১৩) মুসলমানদের মাঝে কিছু লোক মূর্তিপূজা করবে।
(১৪) মুসলমান নামধারী কিছু এমন নারী হবে যারা কাপড় পরিধান করবে যে, তার যেনো কাপড় পড়েও উলংগ।
(১৫) একদল লোক ঘোড়ার লেজের মতো হাতে চাবুক নিয়ে ঘোড়াফেরা করবে আর মানুষকে মারধর করবে।
(১৬) মসজিদ ডিজাইন করা নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে।
(১৭) মানুষ মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের নামায আদায় না করেই বসে পড়বে।
(১৮) মসজিদে কুরানের তালীম না করে অন্য কিতাবের তালীম করবে।
(১৯) মুসলমানদের উপর অত্যাচারী,মারাত্মক জালেম শাসকরা চেপে বসবে।
(২০) গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে।
# উপরেরসবগুলো লক্ষণ কম বেশি দেখা যাচ্ছে, আল্লাহু আ’লাম।এখন আমাদেরকে ফিতনা-ফাসাদ থেকে
বাচঁতে ঈমান বৃদ্ধি করতে হবে,না হয় শয়তানের ধোকায় ফেতনায় পড়ে ঈমান হারা হয়ে যাবো তাই বেশি বেশি ঈমানি পরিবেশে থেকে ঈমান শক্ত, দৃঢ় করতে হবে,।
এখন কেবল কিয়ামতের বড় লক্ষণ দেখা বাকি।
ইমাম মেহেদীর আগমন অতিনিকটে।
ওমুসলিম হেলাই ফেলাই নামজ না পড়ে,পর্দা না করে, যেনা করে, Fb এ বের্দায় ছবি দিয়ে, আল্লাহর নাফরমানির মাঝে থেকে দিন কাটানোর সময় শেষ ।
কিয়ামতের ভয়াবহতার কথা চিন্তা করুন যখন সূর্য হবে অতি নিকটে, সূর্যের গরমে মাথার মগজ টকবগি নাক, কান দিয়ে বেরিয়ে যাবে। সূর্যের গরমে নিজের ঘামের মাঝে হবুডুবু খেতে থাকবো,সাতার কাটতে থাকবো ঘামের সমুদ্রের মাঝে।
নারী-পুরুষ সবাই উলংগ হয়ে দিকবেদিক পাগলের মতো ছুটা ছুটি করতে থাকবে। সেদিন মা সন্তানের পরিচয় দিবেনা,সন্তান মায়ের পরিচয় দিবেনা। দুনিয়ার সবচেয়ে প্রিয় সন্তান মা’য়ের কাছে গেলে মা বলবে আমারতো বিয়েই হইনি সন্তান কোথা থেকে আসবে? ভাইয়ের কাছে গেলে ভাই পরিচয় না দিয়ে পালাবে। সবাই নিজেকে নিয়ে, নিজেকে বাচাঁতে ব্যস্ত থাকবে কেও কারো পরিচয় দিবেনা।
প্লিজ ১ মিনিট চোখ বন্ধ করেন, প্লিজ এবার একবার চিন্তা করেনতো কি অবস্তা হবে ঐ দিনের পরিবেশ।
ও মুসলিমজাতি আপনি কি প্রস্তুত সে দিনের জন্য?
আর কতোদিন পাপে লিপ্ত থাকবেন এবার নামের মুসলিম নয় সত্যিকারের মুসলিম হোন।
হে সত্তা মহিমাময়, আপনি আমাদের সকলকে যমানার ফেতনা থেকে ঈমান হেফাজত করুন এবং কেয়ামত এর আজাব থেকে রক্ষা করুন
“আমিন ইয়া রব”

The post কেয়ামতের_বেশ_ কিছু_লক্ষণ_বা_আ লামত
[ নিজে পড়ুন এবং ভাবুন-বন্ধুবর্গের জন্যে শেয়ার করুন ]
appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment