Search Bar

LightBlog

Sunday, March 25, 2018

বাংলালিংক-এর নতুন প্রিপেইড সংযোগে দারুণ অফার! .

নতুন বাংলালিংক প্রিপেইড সংযোগে এখন পাচ্ছেন দারুণ বান্ডেল অফার।
..
নতুন প্রিপেইড সিমের মূল্য মাত্র ১০০ টাকা।
..
এখন নতুন সংযোগে শুরু থেকেই উপভোগ করুন আকর্ষণীয় প্যাকেজ! ২২২ টাকা প্রথম রিচার্জে পাবেনঃ-
5GB ইন্টারনেট সাথে সাথে! (৩০ দিন মেয়াদ), যেকোনো অপারেটরে ১০০ মিনিট (৩০ দিন মেয়াদ)।
..
আধা পয়সা/সেকেন্ড যেকোনো বাংলালিংক নাম্বারে (৩০ দিন মেয়াদ)
এক পয়সা/সেকেন্ড অন্য অপারেটরে (আজীবন মেয়াদ),
..
আপনার সব ইন্টারনেট ও মিনিট বান্ডেল শেষ? চিন্তা নেই, ২২২ টাকার বান্ডেলটি শেষ হওয়ার পর আপনি ২২১ টাকার বান্ডেল নিতে পারবেন! একই বান্ডেল, শুধু ১ টাকা কম!
..
এই অফারটি সেই সব প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা ১২ মার্চ, ২০১৮ বা, তারপরে সংযোগ ব্যবহার করা শুরু করেছেন এবং প্রথম রিচার্জ হিসেবে ২২২ টাকা রিচার্জ করেছেন।
..
২২২ টাকা প্রথম রিচার্জে বান্ডেলঃ-
..
বান্ডেলটি পেতে ২২২ টাকা প্রথম রিচার্জ হতে হবে।
5GB ইন্সট্যান্ট ইন্টারনেট পাবেন, যার মেয়াদ থাকবে ৩০ দিন। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *5000*109#।
..
5GB ইন্টারনেট প্যাকের প্রতিদিনের সর্বোচ্চ ব্যবহারের লিমিট 500MB
সাথে সাথে যেকোনো অপারেটরে ১০০ মিনিট পাবেন, যার মেয়াদ থাকবে ৩০ দিন। মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *124*500#।
..
বাংলালিংক নাম্বারে আধা পয়সা/সেকেন্ড এবং অন্য অপারেটরে ১ পয়সা/সেকেন্ড রেটের স্পেশাল ট্যারিফ, মেয়াদ ৩০ দিন। আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুনঃ *166*398#।
..
স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর ১ পয়সা/সেকেন্ড আজীবন ট্যারিফ প্রযোজ্য হবে। আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুনঃ *166*399#।
..
ইন্টারনেট প্যাকের ভলিউম অথবা মেয়াদ শেষ হবার পর PAYG রেট হচ্ছে ১ টাকা/MB (এসডি, ভ্যাট ও এসসিসহ), পালস 10KB। বিল শক এড়াতে ১৩ টাকা পর্যন্ত ব্যবহারের পর PAYG বন্ধ করে দেয়া হবে।
..
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট আর ব্যবহার করা যাবে না।
..
২২২ টাকা রিচার্জের অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং শুধুমাত্র প্রথম রিচার্জে অফারটি পাওয়া যাবে। অন্যান্য ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
..
২২২ টাকার বান্ডেলটি শেষ হওয়ার পর ২২১ টাকা রিচার্জে একই বান্ডেল অফার পাওয়া যাবে।
..
২২১ টাকা রিচার্জে বান্ডেলঃ-
..
বান্ডেলটি পেতে একবারে ২২১ টাকা রিচার্জ করতে হবে।
..
5GB ইন্সট্যান্ট ইন্টারনেট পাবেন, যার মেয়াদ থাকবে ৩০ দিন। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *5000*109#।
..
5GB ইন্টারনেট প্যাকের প্রতিদিনের সর্বোচ্চ ব্যবহারের লিমিট 500MB
সাথে সাথে যেকোনো অপারেটরে ১০০ মিনিট পাবেন, যার মেয়াদ থাকবে ৩০ দিন। মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *124*500#।
..
বাংলালিংক নাম্বারে আধা পয়সা/সেকেন্ড এবং অন্য অপারেটরে ১ পয়সা/সেকেন্ড রেটের স্পেশাল ট্যারিফ, মেয়াদ ৩০ দিন। আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুনঃ *166*398#।
..
স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষ হওয়ার পর ১ পয়সা/সেকেন্ড আজীবন ট্যারিফ প্রযোজ্য হবে। আনসাবস্ক্রাইব করতে ডায়াল করুনঃ *166*399#।
..
ইন্টারনেট প্যাকের ভলিউম অথবা মেয়াদ শেষ হবার পর PAYG রেট হচ্ছে ১ টাকা/MB (এসডি, ভ্যাট ও এসসিসহ), পালস 10KB। বিল শক এড়াতে ১৩ টাকা পর্যন্ত ব্যবহারের পর PAYG বন্ধ করে দেয়া হবে
..
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট আর ব্যবহার করা যাবে না।
..
একাধিক রিচার্জে, সর্বশেষ মেয়াদটি প্রযোজ্য হবে। আগের ২২২ টাকা অথবা ২২১ টাকার বান্ডেল মেয়াদের মধ্যে পুনরায় রিচার্জ করলে আগের অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট নতুন বান্ডেলের সাথে যোগ হয়ে যাবে।
..
২২১ টাকা রিচার্জের অফারটি শুধুমাত্র সেসব নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। যারা ২২২ টাকা রিচার্জ করেছিলেন। অন্যান্য ক্ষেত্রে অফারটি প্রযোজ্য নয়।
..
অ্যাক্টিভেশন বোনাসঃ-
..
প্রিলোডেড ৫ টাকা ব্যালেন্স, ১৫ দিনের মেয়াদে যেকোনো বাংলালিংক সার্ভিসে ব্যবহারের জন্য।
মূল অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *124#।
..
50MB বোনাস ইন্টারনেট, [মেয়াদঃ ৩ দিন]। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *124*5#।
..
৫০ টি (বাংলালিংক-বাংলালিংক) বোনাস SMS, [মেয়াদঃ ১০ দিন]। ব্যালেন্স জানতে ডায়ালঃ *124*4#।
..
২০.৮৩ পয়সা/১০ সেকেন্ড যেকোনো নাম্বারে (দিন-রাত) ২৪ ঘন্টা।
..
🎲🎲 অন্যান্য শর্তাবলীঃ-
..
•• এই অফারটি সীমিত সময়ের জন্য চলবে।
.
•• যদি কোনো গ্রাহক অফারটি থেকে আনসাবস্ক্রাইব করেন, তবে তিনি পুনরায় অফারটি নিতে পারবেন না।
.
•• ২২২ টাকা ও ২২১ টাকা রিচার্জে মূল অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স যোগ হবে না, কিন্তু গ্রাহক সাথে সাথে বান্ডেলটি পাবেন।
.
•• এই অফারটি শুধুমাত্র ‘দেশ এক রেট দারুণ’ গ্রাহকদের জন্য প্রযোজ্য।
.
•• ৫% সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি), ১৫% ভ্যাট (ট্যারিফের উপর, এসডিসহ) এবং বেস ট্যারিফের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
..
# পরবর্তীঅফার পেতে ভিজিট• কমেন্ট• শেয়ারকরুন..!!!
..

The post বাংলালিংক-এর নতুন প্রিপেইড সংযোগে দারুণ অফার!
.
appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment