Search Bar

LightBlog

Wednesday, March 28, 2018

যারা ফেসবুক থেকে সরে দাঁড়ালেন।

এবার তথ্য নিরাপত্তা শঙ্কায় ফেসবুক থেকে সরে দাঁড়ালেন কানাডিয়ান কোম্পানি অ্যাগ্রেগেটেল আইকিউ। যুক্তরাষ্ট্রে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির পর থেকে ফেসবুকের উপর আস্থা হারাতে থাকে ব্যবহারকারিরা। সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলা নিয়ে সামাজিক মাধ্যমে ‘#ডিলিটফেসবুক’ নামে একটি প্রচারণা চলছে। ইতোমধ্যে এ প্রচারনায় সাড়া দিয়েছেন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। তার মধ্যে-
স্পেসএক্স ও টেসলা
জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ও রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর উদ্যোক্তা এলোন মাস্ক এই দুই কোম্পানির ফেসবুক অ্যাকাউন্ট মুছে দিয়েছেন৷ প্রায় ২ দশমিক ৬ মিলিয়ন ফোলোয়ার ছিল এই দুই কোম্পানির ফেসবুক পেজের অ্যাকাউন্টে।
মজিলা
জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের কোম্পানি মজিলা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ফেসবুক পেইজে বিজ্ঞাপন কিংবা যেকান ধরনের পোস্ট দেয়া কিছু দিনের জন্য বন্ধ রাখবেন।
কমার্জ ব্যাংক
জার্মানির এই ব্যাংক ফেসবুকে বিজ্ঞাপন দেয়া কিছুদিনের জন্য বন্ধ রাখবে বলে জানিয়েছে৷ ব্যাংকের এক মুখপাত্র জার্মান এক সংবাদ মাধ্যমে বলেন, ‘‘তথ্য নিরাপত্তা ও ব্র্যান্ডের সুনাম রক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷’’
সোনোস
সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পিকার তৈরির মার্কিন এই প্রতিষ্ঠান। তবে কোম্পানিটি তাদের ফেসবুক অ্যাকাউন্ট এখনো বন্ধ করেননি কারণ, এটি ‘খুবই প্রয়োজনিয় একটি সেবা বলে মনে করে তারা৷
ব্রায়ান অ্যাকটন
হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন ২০০৯ সালে ফেসবুকে চাকরির জন্য সাক্ষাৎকার দিয়ে ফিরে আসতে হয়েছিল৷ এরপর তিনি হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন ৷ সেই হোয়াটসঅ্যাপ ২০১৪ সালে ফেসবুক কিনে নিয়ে বিলিওনেয়ার হয়ে যান ব্রায়ান অ্যাকটন৷ ২০ মার্চ তিনি টুইটারে লেখেন, ‘‘এখন সময়৷ #ডিলিটফেসবুক৷’’
ড. ওয়েটকার
ড. ওয়েটকার জার্মানির খাদ্য বিষয়ক একটি কোম্পানি। গত ২১ মার্চ টুইটারের একটি পোস্টে বলেছিল, এটি এক হাজারবার রিটুইট হলে কোম্পানিটি তাদের ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেবে৷ পরবর্তিতে সেই পোস্টের এক হাজারবার রিটুইট হলে কথা অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্ট মুছে দেয় ড. ওয়েটকার৷ কিন্তু তার একদিন পরই ফেসবুকে প্রত্যাবর্তন ঘটে তাদের৷ কারণ হিসেবে বলে, ফেসবুক ছাড়া ‘থাকতে পারেনি’ তারা।
সূত্র : ডয়েচে ভেলে

The post যারা ফেসবুক থেকে সরে দাঁড়ালেন। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment