Search Bar

LightBlog

Friday, March 23, 2018

{Robi} রবির বন্ধ সংযোগ চালু করলেই 1বছর ফ্রি ইন্টারনেট।বিস্তারিত এখান থেকে পড়ুন।

হ্যালো বন্ধুরা আমি এখন রবির বন্ধ সংযোগ নিয়ে আলোচনা করব।কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন।বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় চলে গেলাম। রবিতে ফিরে আসলেই থাকছে ডাটা অফার ও কল রেট
১ম বার ২৯ টাকা রিচার্জে গ্রাহক নিচের সুবিধাগুলো পাবেন:
৭ দিন মেয়াদে (২৪ ঘন্টায়ই) ১ জিবি ফ্রি (কেবল একবার)।
৩০ দিনে (২৪ ঘন্টার জন্যেই) যেকোন রবি/এয়ারটেল নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড এবং অন্য অপারেটরে ১ পয়সা/সেকেন্ড (যতবার ইচ্ছে)।
১ম বার ১০০ টাকা রিচার্জে গ্রাহক নিচের সুবিধাগুলো পাবেন:
৭ দিন মেয়াদে (২৪ ঘন্টায়ই)২ জিবি ফ্রি (কেবল একবার)।
৯০ দিনে (২৪ ঘন্টার জন্যেই) যেকোন রবি/এয়ারটেল নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড এবং অন্য অপারেটরে ১ পয়সা/সেকেন্ড (যতবার ইচ্ছে)।
২য় বারে ২৯ টাকা/১০০ টাকা রিচার্জে গ্রাহক কেবল বিশেষ কল রেট সুবিধা পাবেন; ফ্রি ডাটা পাবেন না।
প্রথম ২৯ টাকা/১০০ টাকা রিচার্জের পর ৩০ দিনের মধ্যে গ্রাহক ২য় বার সংশ্লিষ্ট ডাটা বোনাস সুবিধা পাবেন না।
২৯ টাকা/১০০ টাকা রিচার্জ করা হলে গ্রাহক সকল সুবিধার জন্যে নিবন্ধিত হবেন। এই রিচার্জ ছাড়া গ্রাহক এসব সুবিধা পাবেন না।
গ্রাহক ২৯ টাকা এবং ১০০ টাকা রিচার্জ না করলে বিশেষ অভার উপভোগ করতে পারবেন না, এবং পরবর্তীতে ২৯ টাকা/১০০ টাকা রিচার্জ না করা পর্যন্ত তার ট্যারিফ প্ল্যান নিয়মিত থাকবে।
২য় মাসে ২৯ টাকা/১০০ টাকা রিচার্জে গ্রাহক ২য় ও পরবর্তী ১ জিবি ডাটা বোনাস পাবেন, এবং প্রতি ৩০ দিনের বিরতিতে বোনাস ডাটা বোনাস পাবেন।
যেকোন ডাটা কার্ড/ইজি লোড ডাটা প্যাক রিচার্জে ১ জিবি বোনাস।
মেয়াদ ৭ দিন (২৪ ঘন্টায়ই)।
৩০ দিনে কেবল ১ বার।
এভাবে গ্রাহক যেকোন ডাটা কার্ড/ইজি লোড ডাটা প্যাক রিচার্জে ১ জিবি ডাটা বোনাস সুবিধা উপভোগ করবেন।
৩০ দিনের বিরতিতে গ্রাহক সর্বোচ্চ ১২ বার ডাটা সুবিধা পাবেন। এটি শুরু হবে ১ম বার ২৯ টাকা/১০০ টাকা রিচার্জ থেকে (রিচার্জে ১ম ১ জিবি ডাটা + ডাটা কার্ড/ইজি লোড ডাটা প্যাক ক্রয়ে পরবর্তী ১১ বার ডাটা বোনাস)।
গ্রাহক কোন মাসের ডাটা বোনাস সুবিধা না নিলে তিনি পুরো ১২ মাসের ডাটা সুবিধা পাবেন না; কিন্তু পরবর্তী বিরতির সুবিধা পাবেন।
অন্যান্য তথ্য:
গ্রাহক এই অফারটির উপযুক্ত কিনা সেটি যাচাই করতে যেকোন রবি নম্বর থেকে ফ্রি এসএমএস পাঠাতে পারবেন। A018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে এসএমএস পাঠিয়ে কিংবা *৮০৫০# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে নম্বরটি চাপতে হবে।
পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত অফারটি চালু থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে রবি যেকোন সময়ে অফারটি বন্ধ করতে কিংবা কোন শর্তাদি সংযোজন বা বিয়োজন করতে পারবে।
** সকল ট্যারিফ/অফারের উপর ৫% সম্পূরক শুল্ক (এসডি), ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য হবে।

The post {Robi} রবির বন্ধ সংযোগ চালু করলেই 1বছর ফ্রি ইন্টারনেট।বিস্তারিত এখান থেকে পড়ুন। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment