Search Bar

LightBlog

Saturday, March 24, 2018

[SDcard] মেমোরি কার্ড কেনার সময় যে চিহ্নগূলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ .

বর্তমানে বাজারে বেশ কয়েক প্রকার মেমোরি কার্ড পাওয়া যায়। তবে সবচেয়ে বড় সমস্যাটি হল বিভিন্ন প্রকারভেদের মাঝে সেরাটি বেছে নেওয়া। মূলত শ্রেণী ও বাস ইন্টারফেসের উপর ভিত্তি করে প্রকারভেদ করা হয়েছে।ব্যাসিক তথ্য না জানলে উন্নতমানের মেমোরি কার্ড বাছাই করা একটু বিভ্রান্তিকর হতে পারে।
.
আর ফোন হ্যাং এর শিকার তো হতেই হয়। তাই চলুন এই সম্পর্কিত একটু ধারনা নেওয়ার চেষ্টা করি….
.
সতর্কতা: পোস্ট পড়ে আপনার উৎসুক মন আপনার মেমোরি কার্ড কেমন কোয়ালিটির জানার জন্য ফোন বন্ধ করাতে পারে। হা…হা…
.microSD
বর্তমানে Memory Card তিন প্রকার : only SD,SDHC এবং SDXC.
.
microSD: সর্বোচ্চ 2 GB পর্যন্ত হয়।
.
microSDHC: 2 GB এর উপর থেকে সর্বোচ্চ 32 GB পর্যন্ত হয়।
microSDXC: 32 GB এর উপর থেকে 2 TB পর্যন্ত হয়।
.
Speed Class
প্রতিটি মেমোরি কার্ডে বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করা class আছে এবং বেশিরভাগই তার অর্থ বুঝতে পারে না।
.
তাই এখানে আমি মেমোরি কার্ড এর সব ক্লাস এবং গতি পরিসীমা সম্পর্কে ব্যাখ্যা করব
.
প্রশ্ন: SD কার্ডে ক্লাস কী?
.
উত্তর: ক্লাস হল ডাটা ট্রান্সফার গতির মানদণ্ডের জন্য স্পিড ক্লাস রেটিং। এসডি কার্ড এসোসিয়েশন (SDA) এই স্পিড ক্লাস রেটিংটি প্রতিষ্ঠিত করেছে যা একটি মেমরির জন্য সর্বনিম্ন ক্রমবর্ধমান গতি।
.
ক্লাসের চারটি ভিন্ন গতির শ্রেণী আছে:
.
Class 2: At least 2 MBps.
.
Class 4: At least 4 MBps.
.
Class 6: At least 6 MBps.
.
Class 10: At least 10 MBps.
.
(At least দিয়ে সর্বনিম্ন Speed বোঝানো হয়েছে)
.
Class 2: স্ট্যান্ডার্ড ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপযুক্ত।
.
Class 4: হাই ডেফিনিশন ভিডিও (HD), Full HD সহ (720p থেকে 1080p) রেকর্ডিং এর জন্য উপযুক্ত।
.
Class 6: ‘V 6’ ভিডিও স্পিড ক্লাসে এবং হাই ডেফিনিশন ভিডিও (HD), Full HD সহ (720p থেকে 1080p) রেকর্ডিং এর জন্য উপযুক্ত। ।
.
Class 10: ‘V 10’ ভিডিও স্পিড ক্লাসে এবং হাই ডেফিনিশন ভিডিও (HD), Full HD সহ (720p থেকে 1080p) রেকর্ডিং, এইচডি ছবি, রিয়েল-টাইম সম্প্রচার (Live video) এবং Ultra HD ভিডিও ফাইল (ইউএইচএস বাস, ক্লাস U1) এর জন্য উপযুক্ত।
.
প্রশ্ন: SD কার্ডে V কি?
.
উত্তর: এসডি এসোসিয়েশন (এসডিএ) একটি ভিডিও স্পিড ক্লাস রেটিং চালু করেছে( 8K, 4K, 3D এবং 360 ° ভিডিও ক্যাপচার) । ভি 6 (6 MBps), ভি 10 (10 MBps), ভি 30 (30 MBps), ভি 60 (60 MBps) এবং ভি 990 (90 MBps): গতিবিধি যা সর্বনিম্ন টেকসই পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়।
.
UHS Speed Class
UHS স্পিড ক্লাস মাইক্রোএসডি কার্ড UHS-I এবং UHS-II গতি সমর্থন করে।
.
U1: At least 10 MBps.
U3: At least 30 MBps.
.
প্রশ্ন: দ্রুততম এসডি কার্ড ক্লাস কি?
.
উত্তর: আল্ট্রা হাই স্পিড (UHS) ক্লাস হল দ্রুততম এসডি কার্ড ক্লাস। সাধারণত 4K সমর্থিত ভিডিও ডিভাইসগুলির জন্য প্রয়োজন হয়।
.
প্রশ্ন : Class 10 ও UHS পার্থক্য কী ?
.
উত্তর: প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে অভিন্ন। ক্লাস 10 এবং ইউএইচএসের ডাটা ট্রান্সফার স্পেসের মধ্যে কোন পার্থক্য নেই। উভয় মেমরি কার্ডের 10MB / s ন্যূনতম ডাটা ট্রান্সফার স্পিড।
.
আপনাদের কাছে এবার একটি প্রশ্ন।
.
কোন ব্রান্ডের মেমোরি কার্ড বেশিদিন টিকে?
.

The post [SDcard] মেমোরি কার্ড কেনার সময় যে চিহ্নগূলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ
.
appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment