একদিন এক মুসলমান লোক চুল কাটতে গেছে
এক নাপিতের দোকানে। কিন্তু নাপিত হল
নাস্তিক।
তাঁর চুল কাটার সময় তাকে বিভিন্ন
যুক্তি দিয়ে
বুঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই।
নাস্তিক নাপিত
বলতে লাগলঃ যদি ঈশ্বরথাকত তাহলে এত
লোক অনাহারে মরত না।
সে বাইরে একটা বস্ত্রহীন মানুষ
দেখিয়ে বললঃ যদি ঈশ্বর থাকত
তাহলে ওই লোক অনাহারে কেন? মুসলমান
লোকটা কিছু বলল না। চুপ চাপ
শুনে যেতে লাগল।
এরপর যখন তার চুল কাটা শেষ হল
সে বাইরে গেল
এবং নাপিতকে বাইরে ডেকে বললঃ এই
এলাকায় কোন নাপিত নেই। নাপিত তার
কথায় অবাক হয়ে গেল এবং বললঃ নাপিত
না থাকলে আপনার চুল কাটল কে? তারপর
মুসলমান
লোকটা কতগুলো লম্বা চুল ওয়ালা মানুষকে
দেখিয়ে বললঃ নাপিত
থাকলে ওই লোক গুলোর চুল লম্বা কেন?
নাপিত বললঃ ওই
লোকগুলো কে তো আমার
কাছে আসতে হবে।
আমার
কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি কিছু
করতে পারব?
মুসলমান লোকটা তখন
বললঃ তেমনি, সৃষ্টিকর্তার
কাছে না গেলে,
সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার
জন্য কি করতে পারবে?
যদি এতটুকু ভালো লেগে থাকে তবে প্রতিদিন ভিজিট করবেন
The post শিক্ষানীয় গল্প……………………………. নাস্তিক আর একজন মুসলাম।সবাই দেখবেন। appeared first on TrickLoad.Com.


No comments:
Post a Comment