Search Bar

LightBlog

Tuesday, April 3, 2018

অ্যান্ড্রয়েডে মুছে ফেলা নোটিফিকেশন পুনরায় দেখতে যা করনীয়।

“আসসালামু আলাইকুম”

আশাকরি ট্রিকলোডের ভিজিটররা ভালো ও সুস্থ আছেন।আর ট্রিকলোডের সাথে থাকলে তো ভালো থাকারই কথা।

“যাই হোক এবার কাজের কথায় আসি”
অনেক সময় আমরা বিভিন্ন নোটিফিকেশন মুছে ফেলি। কখনো কখনো আবার এই নোটিফিকেশনগুলোর প্রয়োজন হলে খুঁজতে থাকি বিভিন্ন ফাইল বা ফোল্ডারে। কখনো কখনো ডাটা রিকভারির সিদ্ধান্তও নিয়ে থাকেন অনেকে। কিন্তু এই নোটিফিকেশন খুব সহজেই আবার ফিরে পেতে পারি।
মুছে ফেলা নোটিফিকেশন আবারও ফিরে পেতে হোমস্ক্রিনের যেকোনো স্থানে ট্যাপ করে উইজেট মেন্যুতে যেতে হবে। এরপর সেখান থেকে Settings Shortcut নির্বাচন করে তাতে লং ট্যাপ করতে হবে এবং হোম স্ক্রিনে বসাতে হবে।
এবার সেটিং শর্টকাটের নিচের দিকে স্ক্রল করলে নোটিফিকেশন লগ পাওয়া যাবে যেখান থেকে সকল নোটিফিকেশন আবারও দেখে নেওয়া যাবে।

আজকের মত এই পর্যন্ত।ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকলোডের সাথে থাকুন। “খোদা হাফেজ”

The post অ্যান্ড্রয়েডে মুছে ফেলা নোটিফিকেশন পুনরায় দেখতে যা করনীয়। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment