Search Bar

LightBlog

Monday, April 2, 2018

ফেইসবুকে দুই/তিন অক্ষরের সিঙ্গল নাম করুন খুব সহজেই।[না জানলে+না করলেও শিখে রাখুন কাজে লাগবে] .

আমি আবির_খান আছি সবসময় আপনাদের সাথে__আমি খুব অসুস্থ দোয়া করবেন
.
ট্রিকটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই।অনেক দিন আগে আমি ভিপিএন নিয়ে একটা পোষ্ট করেছিলাম অনেকেই বলছে এটা করে লাভ কি?আসলে লাভ অনেক আছে
.
এখন বুঝতে পারবেন না।যখন ঠেকবেন তখন বুঝবেন কি লাভ।আর মোবাইলে যেহেতু অপশনটা আছে..সেহেতু আমাদের সবার উচিত এটার ব্যবহার সম্পর্কে জানা।তারা তো আর এমনি এমনিই অপশনটি দেই নাই।
.
আর আমরা নতুন নতুন ট্রিক সম্পর্কে জানবো।লাভ টা বড় কথা না..নতুন কিছু শিখলেন এটাই বড় কথা।
.
।যাইহোক অনেক কিছুই বলে ফেললাম।
—এবার কাজের কথা বলি।
.
—এবার আপনারা জানবেন কিভাবে ফেইসবুকে সিঙ্গল নাম[UPDATE]+তিনঅক্ষরের সিঙ্গল নাম করবেন একেবারে নতুন নিয়মে।
.
—যেহেতুIndonesia এর সার্ভার সব VPN এ পাওয়া যায়না।আর এটা দিয়ে সিঙ্গল নাম হয়।কিন্তু তিন অক্ষরের সিঙ্গল নাম এটা দিয়ে হবে না+হয়না।
.
—আর তাই আমরা অন্য একটি কান্ট্রির সার্ভার ব্যবহার করব যেটাতে সিঙ্গল নাম+দুই+তিন অক্ষরের সিঙ্গল নাম করা যাবে।
.
—কান্ট্রি সার্ভার হলো:সিঙ্গাপুর/Singapore
.
—Required To Download: Turbo VPN from play store [অন্যান্য ভিপিএন এও হতে পারে।আবার নাও হতে পারে।এটাই ১০০% হবে।তাই এটাই ডাউলোড করুন।মাফ করবেন লিংক দিতে পারলাম না]
.
প্রথমে ভিপিএন ওপেন করে সিজ্ঞাপুর কানেন্ট করে নিবেন
.
তারপর ফেসবুক এ লগইন করুন
.
ফেসবুক ভাষা ইন্দোনেশিয়া করুন
সেঠিংস য়ান নেম ক্লীক করুন
.
তারপর ফাস্ট নাম দিবেন সুধু য়েমন = Don]]✓✓✓ তারপর পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন ব্যাস কাজ শেষ
—না জেনে+বেশি Advantage দেখিয়ে কমেন্ট করবেন না।
.
—বিঃদ্র: VPN use করে fb তে ঢুকার জন্য আইডি লক হতে পারে।তাই যা করবেন নিজ দায়িত্বে করবেন।
—আশা করি বুঝতে পেরেছেন।

The post ফেইসবুকে দুই/তিন অক্ষরের সিঙ্গল নাম করুন খুব সহজেই।[না জানলে+না করলেও শিখে রাখুন কাজে লাগবে]
.
appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment