Search Bar

LightBlog

Thursday, April 26, 2018

ডাউনলোড করে নিন বিখ্যাত সাহিত্যিকদের ৩০০ এর বেশী অডিও গল্প। মিডিয়া ফায়ার লিঙ্ক।

আস সালামু আলাইকুম,
আজ আপনাদের কাছে নিয়ে এলাম এমন একটা সাইট যেখানে আপনি পাবেন বিখ্যাত সাহিত্যিকদের লেখা তিনশো (৩০০) এর বেশি রহস্য ও ভয়ের অডিও গল্প। যারা গল্পের বই পড়ার সময় পান না তাদের জন্য খুবই উপযোগী। গল্প গুলো প্রচারিত হয় Radio Mirchi (কলকাতা) তে Sunday Suspense নামের একটি রেডিও প্রোগ্রামে। এই প্রোগ্রামে গল্পগুলো (বেশিরভাগ বাংলা) অডিও এফেক্ট দিয়ে শ্রোতাদের কাছে আকর্ষণীয় ভাবে পড়ে শোনানো হয়। গল্পগুলো সাধারণত ভৌতিক, গোয়েন্দা বা রহস্যময়। এটি মীর আফসার আলী (মিরাক্কেলের মীর), দ্বীপ (RJ), ইন্দ্রানি, রিচার্ড (DJ) এবং অন্যান্য শিল্পীদের দ্বারা পরিচালিত।

যেসব সাহিত্যিকের গল্প এখানে পাবেনঃ
সত্যজিত রায়, প্রেমেন্দ্র মিত্র, সুনিল গঙ্গোপাধ্যায়, নারায়ন গঙ্গোপাধ্যায়, আর্থার কনন ডয়েল, রবীন্দ্রনাথ ঠাকুর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, হেমেন্দ্র কুমার রায়, অচিন্ত্য কুমার সেন গুপ্ত, হরি নারায়ন চট্টপাধ্যায়, মঞ্জিল সেন, সৈয়দ মোস্তফা সিরাজ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রবোধ কুমার শান্যাল, রাজ শেখর বোস, স্টেসি অমনিয়ার, গজেন্দ্র কুমার মিত্র, বিধায়ক ভট্টাচার্য, রে ব্রাকবেরী, শিরশেন্দু মুখোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, কামিনি রায়, গ্রাহাম গ্রিন, আর্থার সি ক্লার্ক, লিলা মজুমদার, তারাপদ, গৌরঙ্গ প্রসাদ, রুথ রেন্ডেল, শৈলজা রঞ্জন মুখোপাধ্যায়, মনিদ্র লাল বসু, বনিব্রত চক্রবর্তী, হিরেন চট্টোপাধ্যায়, প্রনব রায়, নলিনি দাস, নারায়ন গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, শেখর বোস, মনোজ সেন, প্রচেত গুপ্ত, শিশির বিশ্বাস, নিরোধ চন্দ্র মজুমদার, প্রচেতা গুপ্ত, অনিরুদ্ধ চৌধুরী, শস্তিপদ চট্টোপাধ্যায়, সুকুমার রায়, অনিস দেব, তুষার কান্তি ঘোষ, হিমাদ্রি কিশোর দাস গুপ্ত, প্রনব রায়, আদ্রিস বর্ধন, বনফুল, মানোবেন্দ্র পাল, মনোজ সেন ইত্যাদি। ধন্যবাদ।

গল্পগুলো আপনি নিজে শুনতে পারেন বা আপনার কোন অন্ধ বন্ধুকে ডাউনলোড করে দিতে পারেন। সবগুলো মিডিয়া ফায়ার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, তাই বিরক্তিকর অ্যাড ছাড়াই ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করতে ভিসিট করুন: https://ift.tt/2FhIv7b

The post ডাউনলোড করে নিন বিখ্যাত সাহিত্যিকদের ৩০০ এর বেশী অডিও গল্প। মিডিয়া ফায়ার লিঙ্ক। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment