ফেইসবুকে কাউকে খুঁজে পেতে ফোন নম্বর বা ইমেইল দিয়ে সার্চ করার ফিচারটি বন্ধ করে দেয়া হয়েছে।
এখন থেকে শুধুমাত্র পুরো নাম ব্যবহার করেই কাউকে খুঁজে নিতে হবে। ফিচারটি দেশের ব্যবহারকারীদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে, দেশ থেকে ফেইসবুক সার্চের ৭ শতাংশই ছিল শুধু ফোন নম্বর আর ইমেইল ঠিকানা দিয়ে।
ইন্টারনেট ওয়ার্ল্ডের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন দুই কোটি ৮০ লাখ। যদি সার্চের ৭ শতাংশ ইমেইল বা মোবাইল নম্বর হয়ে থাকে, তাহলে অন্তত ১৯ লাখ ৬০ হাজার ব্যবহারকারীর মোবাইল নম্বর বা ইমেইল একবার করে সার্চ করা হয়েছে।ফিচারটির অপব্যাবহার খুবই সহজ। চাইলেই একটি ফোন নম্বর বা ইমেইল ব্যবহার করে সেটি কার তা নাম ও ছবিসহ বের করা যেত। বেশ কিছু তথ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এর মধ্যেই ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপ ও সার্ভার ব্যবস্থা তৈরিও করেছিল।
ফেইসবুকে বেশিরভাগ ব্যবহারকারীই তার ইমেইল ও ফোন নম্বর যুক্ত করার পর তা দিয়ে সার্চ করার অপশনটি বন্ধ করতে ভুলে যান।
অনেকে প্রোফাইল থেকে সেগুলো লুকিয়ে রাখার দিকেও খেয়াল করেন না। গোপনীয়তা বজায় রাখতে সেটি অবশ্যই করা উচিত বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
The post ফেসবুকে বন্ধু খোঁজা বন্ধ করলো ইমেইল, ফোন নম্বর দিয়ে। appeared first on TrickLoad.Com.
No comments:
Post a Comment