Search Bar

LightBlog

Sunday, April 1, 2018

হেডফোন ভালো রাখতে হলে যেসব কাজ গুলো করবেন?

বর্তমান সময়ে প্রত্যেকের কাছে হেডফোন খুবই প্রয়োজনীয় বস্তু। অনেকে এটিকে ভালোভাবে ব্যবহার করতে না পারায় খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট করে ফেলেন। তাই এবারের অ্যালবাম হেডফোন ভালো রাখার ৫ টিপস নিয়ে সাজানো হয়েছে।
#.ফোনের জ্যাকে ঢোকানো অবস্থায় কখনওই হেডফোন প্যাক করা উচিত নয় । এতে ছিঁড়ে যেতে পারে হেডফোনের তার বা জ্যাকের সংযোগস্থল।
#.ফোন বা আইপ্যাডের সঙ্গে শক্ত করে হেডফোন জড়াবেন না। এতে হেডফোনের তার কেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলে খুব সাবধানে গুছিয়ে রাখতে হবে হেডফোন।
#.যদি অনেক দিন হেডফোন অব্যবহৃত অবস্থায় থাকে এবং সেই হেডফোন যদি ব্যাটারি চালিত হয়, তা হলে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন।
#.ট্রাভেলের সময় অবশ্যই একটি খাপে ভরে রাখুন হেডফোন।
#.অফিস বা বাড়িতেও হেডফোন রাখার জন্য স্ট্যান্ড ব্যবহার করুন।

The post হেডফোন ভালো রাখতে হলে যেসব কাজ গুলো করবেন? appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment