Search Bar

LightBlog

Thursday, April 5, 2018

১০ সেরা টি অ্যাপস অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস সম্বন্ধে জানতে ক্লিক করুন যা আপনার জানা নেই।

“আসসালামু আলাইকুম”
আশাকরি ট্রিকলোডের ভিজিটররা ভালো ও সুস্থ আছেন।আর ট্রিকলোডের সাথে থাকলে তো ভালো থাকারই কথা।
“যাই হোক এবার কাজের কথায় আসি” অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সংখ্যা দিন দিন শুধু বেড়েই চলছে। সকল গ্রাহকের চাহিদা পূরণের জন্য যে সকল অ্যাপ্লিকেশন প্রয়োজন তার সবই রয়েছে এন্ড্রয়েড ভান্ডারে। তার মধ্য থেকে(১ম পর্বে) সেরা ১০টি অ্যাপ্লিকেশন বাছাই করে আপনাদের মাঝে তুলে ধরলাম।
কার্বন ফর টুইটার
টুইটার এর সকল কন্টেন্ট এক স্ক্রিনে সহজে এনে দিবে কার্বন টুইটার অ্যাপ্লিকেশনটি ।যেমন টাইমলাইন লিস্ট, ফেবারিট,সার্চেস,ট্রেন্ড,প্রোফাইল এর সবই থাকবে। কিন্তু এখনো ট্যাবলেট ভার্শনটি বের হয়নি।এছাড়া অটো ইউজারনেম কমপ্লিট, স্ক্রল বাটন সহ আরও অনেক ফিচারতো আছেই।৩ মেগাবাইটের এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি আপনি সম্পূর্ণ ফ্রী তে ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায় http://goo.gl /XIZ6i
জিমেইল
গুগলের মেইল সার্ভিস এর জন্য জিমেইল ব্যবহার করেন না এমন ব্যবহারকারীর সংখ্যা এখন পাওয়া যাবে না বললেই চলে । যাদের জিমেইলে অনেকগুলো একাউন্ট আছে তাদের জন্য আদর্শ একটি অ্যাপস হল জিমেইল অ্যাপস । মেইলে নতুন কোন মেইল আসলেই নটিফিকেশন,মেইল সার্চ,অনলাইনে বা অফলাইনে মেইল পড়া যাবে, এছাড়া এটাচম্যান্ট যুক্ত বা চেক করারও সুবিধাও থাকবে এখানে । এই দুর্দান্ত ফ্রী অ্যাপসটি ডাউনলোড করুন এখান থেকে http://goo.gl /smEa2
ম্যাপস
পুরাতন প্যাপার ম্যাপ ব্যাবহার করার দিন অনেক আগেই একদম শেষ হয়ে গিয়েছে ।অ্যান্ড্রয়েড এর জন্য রয়েছে গুগল ম্যাপস ও আরও সাথে রয়েছে ন্যাভিগেশন (বেটা) সুবিধা । এছাড়া ভয়েস গাইড, ড্রাইভিং, ডিরেকশন, গুগল স্ট্রিট ভিউ ইত্যাদি সুবিধা সমূহ, 3D দালানের ভিউ সহকারে অনেক অনেক ফিচার আছে এখানে ।তবে দুখের বিষয় এইটা ব্যাবহারে ভাল নেট স্পীড প্রয়োজন হতে পারে। তারপরও ডাউনলোড করতে ভিজিট করুন এইখানে http://goo.gl /efBDs
ফ্লিপবোর্ড
ফ্লিপবোর্ডের কাজ হল সোস্যাল সাইটগুলো থেকে পছন্দের নিউজগুলো একসাথে ম্যাগাজিন এর অনুসারে প্রদর্শন করা। ফেসবুকে শেয়ার করা সহ বন্ধুর ছবি, ইউটিউব এর সেরা ভিডিও টি এক সাথেই অনেক ক্যাটাগরি অনুসারে সাজানো থাকবে এই ফ্লিপবোর্ডে । মাত্র ৪.৭ মেগা বাইটের ফ্রী এই এন্ড্রয়েডের এপসটি ডাউনলোড করা যাবে শুধু এই ঠিকানায় http://goo.gl /V560L
ক্রোম
গুগল ক্রোম এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার মত কিছু নেই। তবু কম্পিউটার এবং মোবাইল একই সাথে সিংক্রোনাইজ করে ব্যবহার করার এন্ড্রয়েড ক্রোম এপসটির কোন জুড়ি নেই। কম্পিউটার ভার্শনের এর মতোই মোবাইল ভার্শনও অনেক দ্রুতিগত কাজ সম্পন্ন করে। সব মিলিয়ে মোবাইলের এর জন্য অন্যতম একটি সেরা ব্রাউজার ক্রোম। এন্ড্রয়েড এই ক্রোম অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/5hbOi
গুগল ড্রাইভ
প্রয়োজনীয় সকল ফাইলগুলো যে কোন সময় যে কোন জায়গায় প্রয়োজন হতে পারে।টেকনোলজি যুগে সকল ডকুমেন্টস ব্যাকআপ রাখতে গুগল ড্রাইভ অসাধারণ কাজে দিবে। শুধু তাই নয় প্রয়োজনীয় সকল ফাইল গুলো কম্পিউটার অথবা মোবাইল এ যখন খুশি তখন ডাউনলোড করা যাবে। মোবাইল থেকেই আপলোড করা যাবে প্রয়োজনীয় এই ফাইলটি। দরকারী এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায় http://goo.gl/WzeQN
ড্রপবক্স
ড্রপবক্স সম্পর্কে অজানা কিছুই বলার নেই। মুহূর্তের মধ্যে যে কোন ফাইল বা ছবি আপলোড অথবা ডাউনলোড সহ বন্ধুদের সাথে শেয়ার করতে ড্রপবক্স আদর্শ মানের একটি অ্যাপস। ইমেইল একাউনট এর মাধ্যমে সহজে রেজিস্ট্রেশন করে ড্রপবক্সে ফাইল রাখা যায়। ৫.৬ মেগাবাইটের ফ্রী এই অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl/78u5p
ইএস ফাইল এক্সপ্লোরার ম্যানেজার
অ্যান্ড্রয়েডজন্য বিভিন্ন রকম ফাইল ম্যানেজার থাকলেও দুর্দান্ত এই ফাইল ম্যানেজার অ্যাপসটি অনেক কাজের কাজি । এক সাথে ফাইল ম্যানেজার,অ্যাপ্লিকেশন ম্যানেজার, টাস্ক কিলার ও ক্লাউড স্টোরেজ সকল সার্ভিস দিবে এই অ্যাপসটি। শুধু তাই নয়, রিমোট ফাইল ম্যানেজার, টেক্সট এডিটর,বিল্ট ইন জিপ ফাইল সাপোর্ট সহকারে আরো অনেক ফিচারতো আছেই। সম্পূর্ণ ভাবে ফ্রী এই এন্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় । http://goo.gl /QYhPA
পকেট
আর্টিকেল মুহূর্তে অনেক সময় অন্য কোন কাজ করার প্রয়োজন হতে পারে। অর্ধেক আর্টিকেল পড়ার পর বাকি অর্ধেক পরে পড়লে কেমন হয়? হ্যা আর এই কাজটাই করে দিবে এই পকেট এন্ড্রয়েড অ্যাপসটি। ওয়েব সাইটের যে কোন ধরনের আর্টিকেল পড়ার জন্য পকেট ব্যবহার করার পাশাপাশি এই আর্টিকেল গুলো মোবাইল, কম্পিউটার ও ট্যাবলেটেও যে কোন সময় সহজে পাওয়া যাবে। এমনকি অফলাইনেও পড়া যাবে এই আর্টিকেল গুলো। মাত্র ৪.৭ মেগাবাইটের এই সুন্দর এন্ড্রয়েড সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে শুধু এই ঠিকানায় http://goo.gl /v9Lj9
এভারনোট
হ্যান্ডনোট বুকের ব্যবহার অনেক আগে থেকেই সময়ের পরিবর্তনের সাথে হারিয়ে গিয়েছে। সেখানে নতুন ভাবে স্থান পেয়েছে এভারনোটের মত খুব সুন্দর ডিজিটাল নোটবুক অ্যাপস । এভারনোট এর মাধ্যমে দৈনিক রুটিন, টুডু লিস্ট, নোট , রিমাইন্ডার ইত্যাদি সহ অনেক সুবিধা ভোগ করা যায় খুব সহজে।প্রতিদিনের কাজের লাগার মতো অন্যতম অ্যাপস হলো এভারনোট। প্রায় ১৪ মেগাবাইট সাইজের অ্যাপসটি ফ্রী ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায় http://goo.gl/4HWVA
গুডরিডসঃ
বইপড়ুয়াদের কমিউনিটিতে যোগ দিতে চাইলে গুডরিডস অ্যান্ড্রয়েড অ্যাপসটি হতে পারে আদর্শ। বিভিন্ন ব্যবহারকারীদের পড়া বইয়ের রেটিং জানতে সাহায্য করবে এই অ্যাপসটি। ১.৫ মেগাবাইটের ফ্রী অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায় http://goo.gl /nPnnBআজকের মত এই পর্যন্ত।ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকলোডের সাথে থাকুন।
“খোদা হাফেজ”

The post ১০ সেরা টি অ্যাপস অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস সম্বন্ধে জানতে ক্লিক করুন যা আপনার জানা নেই। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment