“আসসালামু আলাইকুম”
আশাকরি ট্রিকলোডের ভিজিটররা ভালো ও সুস্থ আছেন।আর ট্রিকলোডের সাথে থাকলে তো ভালো থাকারই কথা।
“যাই হোক এবার কাজের কথায় আসি”
জাপানের নাগরিক মাসাজো নোনাকা। ১৯০৫ সালের ২৫ জুলাই তার জন্ম। বর্তমানে তার বয়স ১১২ বছর ২৫৯ দিন। বেঁচে থাকাদের মধ্যে তিনিই এখন সবচেয়ে বেশি বয়স্ক মানুষ। মাসাজো নোনাকাকে এই স্বীকৃতি দিয়েছে গিনেজ কর্তৃপক্ষ।
গিনেসের ওয়ার্ল্ড রেকর্ড এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেইন্ডি বলেন, নতুন একজন রেকর্ড গড়া মানুষের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। মি. নোনাকার এই অর্জন সত্যিই অসাধারণ। মানুষের বেশি দিন বেঁচে থাকার রহস্য, বেশি দিন বাঁচার জন্য চাপমুক্ত থাকার কৌশল এবং জীবনের মূল্যবোধ সম্পর্কে তিনি আমাদের শেখাতে পারেন।
১৯৩১ সালে বিয়ে করেন নোনাকার। পাঁচ সন্তানের জনক নোনাকার। খাদ্যাভ্যাস, ভ্রমণ এবং সুশৃঙ্খল জীবনাচরণকেই বেশি দিন বাঁচার রহস্য মনে করেন তিনি।
এর আগে জীবিত বয়স্ক মানুষের রেকর্ডটি ছিল স্পেনের নাগরিক ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার। ১১৩ বছর বয়সে জানুয়ারিতে মারা যান ফ্রান্সিসকো।
গিনেস রেকর্ডের স্বীকৃতি হিসেবে নোনাকাকে একটি সার্টিফিকেট এবং কেক দিয়ে শুভেচ্ছা জানানো হলে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।-ইউপিআই
আজকের মত এই পর্যন্ত। ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকলোডের সাথে থাকুন।
“খোদা হাফেজ”
The post সবচেয়ে বয়স্ক মানুষের রেকর্ডের মালিক তিনি! appeared first on TrickLoad.Com.


No comments:
Post a Comment