Search Bar

LightBlog

Saturday, April 14, 2018

মাউসের যেসব কাজ করে।দেখে নিন কাজে লাগবে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছ।এবং সবাইকে নব্বর্ষের শুভেচ্ছা।আজকের টপিক টা মাউস নিয়ে।তাহলে চলুন জেনে নি এটার কাজ।

মাউস অনেকটা ইদুরের মতো দেখতে তাই এর নাম দেওয়া হয়েছে মাউস।মাউস এর প্রান্ত থেকে একটি তার সরাসরি সিপিইউ-এ সংযুক্ত থাকে। কিছু ওয়ারলেস মাউস আছে, যাতে তার সংযুক্ত করা লাঘে না ।মাউসের বিশেষ কিছু কাজ-
*.মাউসের উপরিভাগে সাধারনত দুটো বাটন থাকে, ডান পাশে Right Button বাম পাশে Left Button.
*.সাধারনত সকল ক্লিক Left Button করা হয়। বিশেষ কিছু কমান্ড/মেনু আনার জন্য Right Button ক্লিক করতে হয়।
*.কম্পিউটার চালু অবস্থায় মাউস নাড়া দিলে একটি তীর চিহ্ন নড়া চড়া করে এটাকে মাউস পয়েন্টার(Mouse Pointer) বলে।
*.মাউসের বাম বাটনে একবার ক্লিক করাকে সিঙ্গল ক্লিক বলে।
*.কোন ফাইল বা ফোল্ডারের আইকন সিলেক্ট করতে মাউস পয়েন্টার তার উপর নিয়ে বাম বাটনে ক্লিক করতে হয়।
*.কোন কিছু (ফাইল/লেখা) সিলেক্ট করে (বাম বাটন চেপে) মাউস পয়েন্টার নাড়া চাড়া করাকে মাউস ড্রাগ(Mouse Drag) করা বলে।
*.কোন ফাইল/ফোল্ডার Open করতে ফাইল/ফোল্ডারটির উপরে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করতে হয়।

The post মাউসের যেসব কাজ করে।দেখে নিন কাজে লাগবে appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment