Search Bar

LightBlog

Monday, April 9, 2018

নতুন রুপে এখন TRICKLoad.COM সাইট আশা করি সবাই দেখবেন।

আসসালামু আলাইকুম,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। প্রথমেই ট্রিকলোড সাইটে আপনাকে স্বাগতম। প্রযুক্তির জগতে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষে “ট্রিকলোড.কম” এখন ওয়ার্ডপ্রেসে। আপনাদের স্বার্থে কাজ করতে পারি আরও সুন্দর ভাবে, আপনাদের আরও বেশি আনন্দ দিতে পারি, আপনার প্রতিভা, জ্ঞান যেন আরও একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারেন। ট্রিকলোড টিম আগেও নিজ স্বার্থ ত্যাগ করে আপনাদের স্বার্থে কাজ করে গেছে, তেমনি করেই যাবে। আমাদের মূল লক্ষ্য আপনাদের কিছু শেখনো, শেখার সুযোগ দেয়া এবং আপনার প্রতিভা/জ্ঞান আরেক জনের সাথে শেয়ার করার সুযোগ দেয়া।
আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব, ট্রিকলোড সাইটে টিউনার হতে চাইলে রুলস গুলা দেখে নিন।

* ট্রিকলোডে রেজিষ্টার করার সাথে সাথে টিউন লিখতে পারবেন।

* ভালো ভালো পোষ্ট করলে।ভালো পদে দেওযা হবে।
* ট্রিকলোডে যে ব্যক্তি সবচেয়ে ভালো ভালো পোষ্ট করবে।সেযার করবে।তার জন্য অনেক গিফট রয়েছে।

১। আলতু-ফালতু এপ/গেম এর লিংক দিয়ে পোষ্ট করা যাবে না।
২। পোষ্টের ভিতরে মিনিমাম ২টা ছবি সহ পোষ্ট করতে হবে।
৩। পোষ্টের ভিতর কোন ডাউনলোড লিঙ্ক দিতে হলে সেটার ডাইরেক্ট লিঙ্ক দিতে হবে, যেন কেও ঐ লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ডাউনলোড হয়। অন্য কোন সাইটে যেন Redirect না করে।
৪। পোষ্টের শেষে অনেকেই নিজের সাইটের লিঙ্ক সরাসরি দিয়ে থাকেন। কিন্তু এখন থেকে দেওয়া যাবে না। তবে ১। সৌজন্নে ২। প্রথম প্রকাশিত ৩। প্রথমে এখানে প্রকাশিত হয়াছিল।
৫। শুধু মাত্র এই তিন টা শব্দের ভিতর যে কোন একটি ব্যাবহার করতে পারবেন।
৬। মনে রাখবেন আপনার সাইটের লিঙ্ক যেন Hide থাকে।
৭। সাইটে স্ক্রিনশট Edit করে নিজের সাইটের লিঙ্ক দিয়ে ঐ স্ক্রিনশট টি আর আমাদের সাইটে শেয়ার করা যাবে না।
৮। সাইটের নিচে বা উপরে কোথাও ট্রিকলোডের ফেসবুক পেজ ছাড়া আর অন্য কোন ফেসবুক পেজ এর লিঙ্ক শেয়ার করা যাবে না।
৯। তবে হেল্প এর জন্য নিজের ফেসবুকের আইডি এর লিঙ্ক দিতে পারবেন।
আশা করি আপনারা ওপরের নিয়ম গুলো মেনে আমাদের সাইটে পোস্ট করবেন। আর যদি নিয়ন ভঙ্গ করে পোষ্ট করেন তাহলে কোন Warning ছাড়া নিয়ম ভঙ্গকারী সদস্য কে ব্লক করা হবে।

~ এখন শুধু আপনাদের পাশে থাকা চাই। আপনারা পাশে থাকলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।
আশা করি আপনারও আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ-উদ্দীপনা দিবেন। আর আপনার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাবেন। আপনাদের জানা টিপস অ্যান্ড ট্রিকস সবার সাথে শেয়ার করবেন।
যোগাযোগঃ abir shuhan

The post নতুন রুপে এখন TRICKLoad.COM সাইট আশা করি সবাই দেখবেন। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment