Search Bar

LightBlog

Thursday, March 22, 2018

মিস হবে না গুরুত্বপূর্ন ক্লাস।শুধু মাত্র একটা অ্যাপ দিয়ে।

অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষা বা কোন গুরুত্বপূর্ণ ক্লাসের কথা ভুলে যান। এর ফলে নানান ঝামেলায় পরতে হয়। তবে ফোনে যদি ‘টাইমটেবিল’ নামে একটি অ্যাপ ইন্সটল থাকে তাহলে আর ক্লাস মিস হওয়ার আশংকা নেই।
এক নজরে অ্যাপটির ফিচার সমূহ ১.অ্যাপটিতে প্রতিদিনের ক্লাস, পরীক্ষার সময়সূচী ইত্যাদি সুন্দরভাবে গুছিয়ে টুকে রাখা যাবে।
২. কখন কোন বিষয়ে পড়তে হবে কিংবা কোনো বিষয়ের ক্লাস,পরীক্ষা করে শিডিউল অনুযায়ী টাইমার সেট করা যাবে। ফলে অ্যাপটি নির্দিষ্ট সময় নোটিফিকেশনে তা জানিয়ে দেবে।৩. অ্যাপটিতে রয়েছে থিম সুবিধা, ব্যবহারকারী তাদের পছন্দের অনুযায়ী থিম নির্বাচন করতে পারবেন।
৪. অনেক কাজের তালিকা থেকে প্রয়োজনীয় কাজটি খুঁজে পেতে অ্যাপটিতে রয়েছে সার্চ সুবিধা।
৫. অ্যাপটিতে রয়েছে উইজেড সুবিধা। ফলে ফোনের হোম স্ক্রিন থেকে অ্যাপটিতে নোট করা কাজের তালিকা দেখে নেওয়া যাবে।
৬. অ্যাপটির ইউজার ইন্টারফেস সুন্দর।
৭. অফলাইনে কাজ করবে অ্যাপটি। তাই ডাউনলোডের পর এটি ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে।
৪.২ রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে থেকে ১০ লাখের অধিক বার ডাউনলোড হয়েছে।এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করুনবিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

The post মিস হবে না গুরুত্বপূর্ন ক্লাস।শুধু মাত্র একটা অ্যাপ দিয়ে। appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment