Search Bar

LightBlog

Wednesday, March 28, 2018

☆☆ গনিতের জাদু ☆☆ . ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গণনা করার টেকনিক’টা জেনে নিই।

ক্যালকুলেটরের চেয়ে দ্রুত
গণনা করার টেকনিক’টা জেনে
নিই।মন দিয়ে একবার পড়ুন।
.
.
আপনাকে যদি বলা হয়
৩২×১১ = কত?
.
ক্যালকুলেটর ছাড়া কতক্ষণ
লাগবে বলুন?
.
চলুন মাথার মধ্যেই করে
ফেলিঃ-
.
এখানে,
৩+২=৫
এই ৫ কে বসিয়ে দেন ৩২ এর
মাঝখানে,
পাওয়া গেলো ৩৫২ এইটাই
আপনার উত্তর।
.
.
আবার,
৪৪x১১=?
একই ভাবে,
৪+৪= ৮ বসিয়ে দেন ৪৪ এর
মাঝখানে ৮।
পেয়ে গেলেন ৪৮৪ আপনার উত্তর।
একই ভাবে,
৮১x১১ = ? (৮+১=৯)
অতএব ,
৮১x১১=৮৯১।
======================
কিন্তু আপনাকে যদি
বলে,
৮৫x১১ = কত?
এখানে একটু সমস্যা আছে,
৮+৫ =১৩
এখানে,
কিন্তু ১৩ মাঝখানে বসিয়ে দিলে
উত্তর
কিন্তু ৮১৩৫ হবে না,
আপনি আগের মতো ৩ কে ৮ ও ৫
এর মাঝখানে বসাবেন আর
এই অতিরিক্ত ১ কে ৮ এর
সাথে যোগ করে দিন,
পেয়ে গেলেন ৯৫৩!
এটাই
আপনার উত্তর। .
.
.
একই রকম আরেকটা দেখুন!
৮৭x১১ = কত?
.
৮+৭ = ১৫ >>
৫ কে মাঝখানে বসান,
অতিরিক্ত ১ কে ৮ এর সাথে
যোগ করে পেলুন,,
দেখুন তো,, ৯৫৭
কিনা??
এটাই উত্তর।
======================
এবার আরেকটু কঠিন দিকে যাই,
.
যদি বলে
৯৯x১১ = কত?
.
৯+৯ = ১৮ ,
৮ কে মাঝে রেখে ৯ এর সাথে ১
যোগ
করে ১০ পাই সেভাবেই বসিয়ে
আমরা পাই,
১০৮৯ এটিই উত্তর।
======================
এখন যদি
তিনটি সংখ্যার সাথে গুনের
ক্ষেত্রে বলা হয় তখন
কিভাবে করবেন?
.
.
যেমন
৩২৫x১১ = কত ?
.
এখানে,
প্রথমের ৩ ও পরের ৫ ঠিক থাকবে,
মাঝের
ক্যলকুলেশন হবে এরকম,
প্রথমে ৩+২=৫,
এবং ২+৫=৭,
.
পেয়ে গেলেন ৫৭,
এই ৫৭ কে ৩,৫ এর মাঝে বসিয়ে
দিন পেয়ে গেলেন ৩৫৭৫
এটিই আপনার উত্তর।
.
.
.
এটা
কেবল ১১ এর সাথে গুনের ক্ষেত্রে
প্রযোজ্য।
____________oo____________
.
দুর্দান্ত সব টেকনিক পেতে
ভিজিট করে কমেন্ট করে
একটা ধন্যবাদ দিয়ে আমাদের
সাথেই থাকুন।

The post ☆☆ গনিতের জাদু ☆☆
.
ক্যালকুলেটরের চেয়ে দ্রুত
গণনা করার টেকনিক’টা জেনে
নিই।
appeared first on TrickLoad.Com.

No comments:

Post a Comment