থ্রিজিতে আশানুরূপ সাফল্য না পাওয়ার কথা উল্লেখ করে ফোরজিতে সাফল্য পেতে হ্যান্ডসেটের ট্যাক্স কমানোর আহবান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো।
একই সঙ্গে মোবাইল ফোনের সেবার ওপর কয়েক ধাপে বিদ্যমান ২১ দশমিক ৭৫ শতাংশ ট্যাক্সও কিছুটা কমিয়ে আনার দাবি তাদের।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সোমবার বাজেট আলোচনায় এ দাবি জানায় মোবাইল ফোন অপারেটদের সংগঠন অ্যামটব।
বর্তমানে হ্যান্ডসেটের আমদানির ওপর ৩১ দশমিক ৭৫ শতাংশ ট্যাক্স রয়েছে। অপারেটররা বলছেন, এতো ট্যাক্স দিয়ে আমদানিকারকরা হ্যান্ডসেট আমদানি করলে এমনিতেই তার দাম অনেক বেশি হয়ে যায়। যা শেষ পর্যন্ত সব পর্যায়ের গ্রাহকের পক্ষে বহন করা সম্ভব হয় না।তারা বলছেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য সফল করার ক্ষেত্রে ফোরজি প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এখন মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ১০ কোটি হলেও ফোরজি হ্যান্ডসেট আছে সর্বোচ্চ দশ শতাংশ।
তবে থ্রিজি ব্যবহার উপযোগী হ্যান্ডসেট ৩৫ শতাংশ বলে জানান তারা। অপারেটররা বলছেন, স্মার্টফোন ছাড়া ডিজিটাল বাংলাদেশ হবে না।
অ্যামটবের অ্যামটবের মহাসচিব এবং প্রধান নির্বাহী টিআইএম নূরুল কবীর বলেন, বড় অংশের মোবাইল ফোন ব্যবহারকারীদেরকে আকৃষ্ট করতে হলে অবশ্যই হ্যান্ডসেটের মূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে।
আলোচনায় রবির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা শাহেদ আলম বলেন, ‘আমরা মাত্র দুই তিন বছরের জন্যে হ্যান্ডসেট আমদানির ওপর ট্যাক্স কিছুটা কমাতে বলছি। এর মধ্যে দেশীয় হ্যান্ডসেটর উৎপাদন শুরু হয়ে গেলে তখন আবার সেটা বাড়ানো যেতে পারে।’
এসব প্রস্তাবের উত্তরে এনবিআরের চেয়ারম্যান মো মোশারফ হোসাইন ভূঁইয়া বলেন, তারা বিষয়গুলো পরীক্ষা করে দেখবেন। তবে এসব সুবিধা নেওয়ার আগে অপারেটদের বকেয়া পাওনা পরিশোধ করতেও তাগাদা দেন তিনি।
The post ফোরজিতে সাফল্য পেতে হ্যান্ডসেটের ট্যাক্স কমানোর আহবান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। appeared first on TrickLoad.Com.


No comments:
Post a Comment