জানেন কী, বিশ্বে এখন স্মার্টফোনের কোন মডেলটি সবচেয়ে লাভজনক? মানে আয়ের দিক থেকে কোন মডেলটি কম খরচে তৈরি করেও বেশি দামে বিক্রি করে?
যদি না জানেন তবে প্রতিবেদনটিতে চোখ বুলিয়ে নিন। খোলাসা হয়ে যাবে অনেক কিছু। আবার জেনে চোখ চড়ক গাছ হবার উপক্রমও হতে পারে !
বৈশ্বিক স্মার্টফোনের বাজারে যে মডেলগুলো সবচেয়ে বেশি মুনাফা করে তাদের তালিকা করেছে বাজার গবেষেণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ। প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে লাভজনক স্মার্টফোনগুলো শীর্ষ দশটি স্মার্টফোন মডেলকে তুলে এনেছে।
কাউন্টার পয়েন্ট বলছে, এই দশটি স্মার্টফোন মডেল থেকে ২০১৭ সালে বিশ্বের স্মার্টফোন থেকে মোট মুনাফার ৯০ শতাংশ এসেছে।
তবে অবাক করা বিষয় হচ্ছে, কাউন্টার পয়েন্ট রিসার্চের করা শীর্ষ দশের তালিকায় আটটি মডেলই অ্যাপলের আইফোনের। সেখানে সর্বশেষ বাজারে ছাড়া আইফোন ১০ যেমন আছে, তেমনি রয়েছে সেই ছোট স্ক্রিনের আইফোন এসই। অন্যদের মধ্যে শুধু দুটি মডেল নিয়ে তালিকায় জায়গা পেয়েছে স্যামসাং।আইফোন ১০
অ্যাপলের সর্বশেষ আইফোন টেন বিশ্বের সবচেয়ে লাভজনক স্মার্টফোন তালিকায় শীর্ষস্থানে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের স্মার্টফোন শিল্প যে পরিমাণ মুনাফা করে তার ৩৫ শতাংশ আসে আইফোন টেন থেকে। এটা একটা অভাবনীয় ল্যান্ডমার্ক বলা যায়। কারণ, হ্যান্ডসেটটি ২০১৭ সালের শেষ প্রান্তিকের মাত্র দুমাস বাজারে ছিল।
আইফোন ৮
তালিকার শীর্ষ স্থানের পরের অবস্থানে রয়েছে আইফোন ৮। এটি ওই লভ্যাংশের অন্তত ১৯ দশমিক ১ শতাংশ মুনাফার শেয়ারের ভাগীদার। আইফোন ৮ মডেলটিও ২০১৭ সালে বাজারে আসে। একই সঙ্গে অবশ্য আইফোন ৮ প্লাস এবং আইফোন টেন আসে।
আইফোন ৮ প্লাস
সবচেয়ে বেশি মুনাফা করা স্মার্টফোন মডেলগুলোর তৃতীয় স্থানে রয়েছে আইফোন ৮প্লাস। মডেলটি ১৫ দশমিক ২ শতাংশ স্মার্টফোন থেকে আসা মুনাফার শেয়ার ধরে রেখেছে।
আইফোন ৭
আইফোন ৭ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। এটি বৈশ্বিক স্মার্টফোন বাজারের অন্তত ৬ দশমিক ২ শতাংশ মুনাফার ভাগিদার। ফোনটি ২০১৬ সালে বাজারে ছাড়া হয়েছিল।
আইফোন ৭ প্লাস
শীর্ষ আয় করা স্মার্টফোন মডেলের মধ্যে আইফোন ৭ প্লাসও রয়েছে। বড় ডিসপ্লের স্মার্টফোন হিসেবে আইফোন ৭ প্লাসের চাহিদাও রয়েছে অনেক। এটি ৫ শতাংশ শেয়ার ধরে রেখেছে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৮
স্যমাসাংয়ের গ্যালাক্সি নোট ৮ মডেলটি অ্যাপলের কোনো ডিভাইসের পরে অবস্থান করছে। ফোনটি মোট স্মার্টফোন থেকে আসা মুনাফার মাত্র ৩ দশমিক ৯ শতাংশ ধরে রেখেছে।আইফোন ৬
১ দশমিক ৮ শতাংশ অবদান রেখে তালিকার সাত নম্বরে স্থান করে নিয়েছে আইফোন ৬। ২০১৪ সালে ফোনটি বাজারে উন্মুক্ত করে অ্যাপল।
স্যামসাং এস৮ প্লাস
স্যামসাংয়ের আরেকটি স্মার্টফোন গ্যালাক্সি এস৮ প্লাস তালিকার অষ্টম স্থানে রযেছে। গ্যালাক্সি এস৮ প্লাস মডেলটি গত বছর বাজারে ছাড়ে স্যামসাং। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলটির বড় স্ক্রিনের জন্য জনপ্রিয় হয়। এটি বৈশ্বিক মোট স্মার্টফোন মুনাফার ১ দশমিক ৭ শতাংশ শেয়ার দখলে রেখেছে।
আইফোন ৬এস।
তালিকার নবম স্থানে রয়েছে ২০১৫ সালে বাজারে ছাড়া আইফোন ৬এস। বৈশ্বিক স্মার্টফোন মুনাফার ১ দশমিক ৬ শতাংশ এই ফোন থেকে আসে।
আইফোন এসই
তালিকার ১০ নম্বরেও স্থান সেই অ্যাপলের। ছোট পর্দার আইফোন এসই সবচেয়ে লাভজনক স্মার্টফোনের তালিকার দশে রয়েছে। এটি বিশ্বে স্মার্টফোন থেকে আসা মোট মুনাফার দশমিক ৯ শতাংশের ভাগিদার।
The post সবচেয়ে লাভজনক স্মার্টফোনগুলো শীর্ষ দশটি স্মার্টফোন মডেলকে তুলে এনেছে। appeared first on TrickLoad.Com.


No comments:
Post a Comment